• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

হঠাৎ অবসরে পাকিস্তানের তারকা ক্রিকেটার


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৫, ২০২৪, ০৪:১৫ পিএম
হঠাৎ অবসরে পাকিস্তানের তারকা ক্রিকেটার

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পাকিস্তান নারী দলের তারকা ক্রিকেটার বিসমাহ মারুফ।

এর মাধ্যমে ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী এই নারী ক্রিকেটার। তবে জাতীয় দল থেকে অবসর নিলেও লিগ ক্রিকেটে দেখা যাবে বিসমাহকে।
 
বৃহস্পতিবার পিসিবি থেকে প্রকাশিত এক বিবৃতিতে বিসমাহ বলেন, ‘আমি যে খেলাটিকে সবচেয়ে বেশি ভালোবাসি তা থেকে আমি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 

যা একটি অবিশ্বাস্য যাত্রা, চ্যালেঞ্জ, জয় এবং অবিস্মরণীয় স্মৃতিতে ভরপুর। আমি আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। যারা আমার ক্রিকেট যাত্রায় শুরু থেকে এখন পর্যন্ত আমাকে সমর্থন করেছেন।

পাকিস্তানের হয়ে ১৩৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন বিসমাহ। ২৯.৫৫ গড়ে রান করেছেন ৩ হাজার ৩৬৯। সর্বোচ্চ ৯৯ রানের ইনিংসে সঙ্গে তার নামের পাশে আছে ২১টি ফিফটি।

আর টি-টোয়েন্টিতে ১৪০ ম্যাচে ২ হাজার ৮৯৩ রান করেছেন বিসমাহ। ২৭.৫৫ গড়ে ব্যাটিং করে হাঁকিয়েছেন ১২ হাফসেঞ্চুরি। ৯৬টি ম্যাচে (৬২টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি) পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন বিসমাহ।

এআর
 

Wordbridge School
Link copied!