• ঢাকা
  • শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আইপিএল মাতিয়ে আফগান মুজিব ইংলিশ কাউন্টিতে


ক্রীড়া ডেস্ক মে ১৮, ২০১৮, ০৫:২২ পিএম
আইপিএল মাতিয়ে আফগান মুজিব ইংলিশ কাউন্টিতে

ঢাকা: আইপিএলে এবার আফগানদের জয়জয়কার। সানরাইজার্স হায়দরাবাদে মাতাচ্ছেন লেগ স্পিনার রশিদ খান। কিংস ইলেভেন পাঞ্জাবে মুজিব-উর-রহমান। দু’জনেই নিজেদের প্রমাণ করে চলেছেন একের পর এক ম্যাচে। এরই পুরস্কারই যেন পেলেন মুজিব।

সব চেয়ে কম বয়সী আন্তর্জাতিক ক্রিকেটার হিসাবে আইপিএল খেলা  আফগান মুজিবকে আসন্ন টি-টোয়েন্টি মৌসুমের জন্য দলে নিয়েছে হ্যাম্পশায়ার। একা মুজিবকেই নয়, টি-টোয়েন্টি ব্লাস্টের জন্য হ্যাম্পশায়ার সই করিয়েছে কিউই ওপেনার কলিন মুনরোকেও।

গত ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত মুজিব আফগানিস্তানকে বিশ্বকাপের টিকিট এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারও আগে ২০১৭ আফগানদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের নায়ক হয়ে দেখা দিয়েছিলেন ডানহাতি এই অফস্পিনার।

আন্তর্জাতিক ক্রিকেটমহলে মুজিব পরিচিত হয়ে উঠছেন তাঁর বোলিং বৈচিত্র্যের জন্য। অফ-ব্রেক ছাড়া লেগ স্পিনটাও করতে পারেন তিনি। এপর্যন্ত ১৫টি ওয়ানডেতে ৩৫টি উইকেট নিয়েছেন ১৭ বছরের আফগান তরুণ। চলতি আইপিএলের ১১ ম্যাচে ২০.৬৪ গড়ে ১৪টি উইকেট দখল করেছেন মুজিব৷ ইকোনমি রেট ৬.৯৯।

হ্যাম্পশায়ারের সঙ্গে চুক্তি সই করার পর মুজিব বলেন, ‘ইংল্যান্ডে গিয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগ পাওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের। কাউন্টি ক্রিকেটে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। আশা করি নিজের পারফরম্যান্স দিয়ে দলকে সাহায্য করতে পারব।’

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!