• ঢাকা
  • শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কলকাতা-নড়াইল প্রীতি ফুটবল খেলায় পুলিশ সুপারের নৈপূণ্য


ফরহাদ খান, নড়াইল সেপ্টেম্বর ২১, ২০১৮, ১২:১৫ পিএম
কলকাতা-নড়াইল প্রীতি ফুটবল খেলায় পুলিশ সুপারের নৈপূণ্য

নড়াইল : ভারতের পশ্চিমবঙ্গের বেঙ্গল ভেটারেন ফুটবল ক্লাব বনাম নড়াইলের প্রভাতী সংঘের মধ্যকার প্রীতি খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
 
নড়াইল জেলা ক্রীড়া সংস্থা এবং প্রভাতী সংঘের আয়োজনে খেলাটি দারুণ উপভোগ করেন দর্শকেরা। বিশেষ করে প্রভাতী সংঘের অধিনায়ক নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম এর ফুটবল নৈপূণ্য দেখে মুগ্ধ হন সবাই। উভয় দলই ভালো খেলায় শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়।

খেলা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রভাতী ফুটবল দলের অধিনায়ক নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন এবং পশ্চিমবঙ্গের বেঙ্গল ভেটারেন ফুটবল ক্লাবের অধিনায়ক পার্থ রায়ের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা পরিষদ সদস্য রওশন আরা লিলি, ক্রীড়া সংগঠক কৃঞ্চপদ দাশ, আব্দুর রশিদ মন্নু, ইউসুফ আলী, রাবেয়া ইউসুফ, আয়োজক কমিটির সভাপতি হাসানুজ্জামান হাসান প্রমুখ। খেলাটি পরিচালনা করেন শামীম আকবর খান, শ্যামল ঘোষ, হাফিজুর রহমান সাগর ও নিউটন।

নড়াইলের প্রভাতী সংঘের খেলোয়াড়রা হলেন-পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (অধিনায়ক), সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, আশিস বিশ্বাস, নারায়ণ, চঞ্চল, পরিমল, আমিনুর, শিপন, বিশ্ব, উজ্জ্বল, জাহাঙ্গীর, শাওন, আকবর, রাজু, টিপু, সমির ও আশা।

ভারতের বেঙ্গল ভেটারেন ফুটবল ক্লাবের খেলোয়াড়রা হলেন-পার্থ রায় (অধিনায়ক), কৌশিক চক্রবর্তী, সমরেশ কুন্ডু, নান্টু দাশ, সৌরভ, কৃঞ্চ বণিক, অয়ন মজুমদার, পলাশ, অনুপ সাহা, নিহার, দীপক গাইন, চন্ডি, নন্দ, সত্য, সুকান্ত, দীপক দত্ত ও অঞ্জন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!