• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জের ২ রাজাকারের রায় যেকোনো দিন


আদালত প্রতিবেদক মার্চ ৭, ২০১৭, ০৪:৫২ পিএম
কিশোরগঞ্জের ২ রাজাকারের রায় যেকোনো দিন

ঢাকা: মানবতাবিরোধী অপরাধ মামলায় কিশোরগঞ্জের সৈয়দ মো. হুসাইন ও মোহাম্মদ মোসলেম প্রধানের রায় যেকোনো দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।

সোমবার (৬ মার্চ) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন, ব্যারিস্টার তুরিন আফরোজ। অপরদিকে আসামিদের পক্ষে ছিলেন, অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান।

এর আগে গত বছরের ৯ মে এই দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। ২০১৫ সালের ২৯ ডিসেম্বর এই দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ।

এই দুজনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ আনা হয়। দুজনের মধ্য মোহাম্মদ মোসলেম প্রধান গ্রেপ্তার হলেও  সৈয়দ মো. হুসাইন পলাতক রয়েছেন।

গত বছরের ৭ জুলাই এই দুই রাজাকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সৈয়দ মো. হুসাইন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কিশোরগঞ্জের তাড়াইল থানার রাজাকার পলাতক সৈয়দ মো. হাসান আলীর ভাই।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!