• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

কিসিঞ্জারের সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক মে ১৭, ২০১৬, ০৬:০৩ পিএম
কিসিঞ্জারের সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের সঙ্গে সাক্ষাৎ করবেন দেশটির রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার কিসিঞ্জারের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ করার কথা রয়েছে বলে গত সোমবার জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।  টেলিফোনে কয়েক সপ্তাহ ধরে দুজনের কথোপকথনের পর সাক্ষাতের এই সময়সূচি ঠিক হয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও জেরাল্ড ফোর্ডের সাবেক শীর্ষ উপদেষ্টা বর্ষীয়ান কিসিঞ্জারের সঙ্গে নিউ ইয়র্কে দেখা করবেন ট্রাম্প।  ট্রাম্প গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেমস বেকারের সঙ্গে দেখা করেন।

তিনি যেদিন দেখা করেন, ওইদিনই যুক্তরাষ্ট্রের কংগ্রেসের এক শুনানিতে বেকার বলেছিলেন, ট্রাম্পের প্রস্তাবিত পররাষ্ট্রনীতিতে বিশ্বের স্থিতিশীলতা হ্রাস পেতে পারে। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (নেটো) বিষয়ে যুক্তরাষ্ট্রের নতুন করে ভাবা উচিত এবং নিজেদের প্রতিরক্ষার জন্য জাপান ও দক্ষিণ কোরিয়ার পরমাণু অস্ত্র অর্জন করার বিষয়টি বিবেচনা করা উচিত, এসব পরামর্শ দিয়ে এরই মধ্যে সমালোচনার মধ্যে পড়েছেন ট্রাম্প।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!