• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার


কুমিল্লা প্রতিনিধি জুলাই ১৪, ২০১৬, ০৩:৪০ পিএম
কুমিল্লায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুমিল্লায় নাজমুল হাসান ভূঁইয়া বাছির নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। তিনি জেলার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান। আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে নগরীর ফৌজদারী মোড় এলাকা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় নাঙ্গলকোট থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম জানান, নাজমুল হাসান ভূঁইয়া বাছিরের বিরুদ্ধে নারী নির্যাতন ও দ্রুত বিচার আইনসহ ৪টি মামলা রয়েছে। এরমধ্যে ২টি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এছাড়া গত ২১ জুন নাঙ্গলকোটের ঢালুয়া বাজারে উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়ার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি ছিলেন বাছির চেয়ারম্যান।

নবনির্বাচিত ওই ইউপি চেয়ারম্যান বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে শপথ গ্রহণ শেষে বেরিয়ে যাওয়ার পর গোপন সূত্রে খবর পেয়ে দুপুর ২টার দিকে জেলা ডিবির এসআই শরিফল ইসলাম ও নাঙ্গলকোট থানার এসআই আশরাফুল ইসলাম নগরীর ফৌজদারী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে নাঙ্গলকোট থানায় নিয়ে যাওয়া হয়।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!