• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

চুয়েট বন্ধ: দ্রুত হল ফাঁকা করার নির্দেশ


চট্টগ্রাম ব্যুরো আগস্ট ৭, ২০১৮, ০৫:৪৭ পিএম
চুয়েট বন্ধ: দ্রুত হল ফাঁকা করার নির্দেশ

চট্টগ্রাম: ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

এজন্য মঙ্গলবার (৭ আগস্ট) বিকেল ৫টার মধ্যে ছাত্রদের এবং বুধবার (৮ আগস্ট) সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ফারুক-উজ-জামান চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে সব ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, সেন্টারসমূহের চেয়ারম্যান, প্রভোস্ট ও রেজিস্ট্রারের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ঈদুল আজহা উপলক্ষে ২৭ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

মঙ্গলবার (৭ আগস্ট) সকালে চুয়েটের উপাচার্য প্রফেসর ড. রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৭ আগস্ট পর্যন্ত চুয়েট বন্ধ থাকবে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!