• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

‘ড. কামালের মতো নেতারাও ভাড়ায় যাচ্ছেন’


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৫, ২০১৮, ০৭:৫৭ পিএম
‘ড. কামালের মতো নেতারাও ভাড়ায় যাচ্ছেন’

ঢাকা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আমরা এতদিন দেখেছি খেলার সময় খেলোয়াড় ভাড়া করা হয়, এখন দেখছি ড. কামাল হোসেনের মতো নেতারাও ভাড়ায় যাচ্ছেন।

তিনি বলেন, আমাদের সঙ্গে খেলবেন, খেলেন। কোনো সমস্যা নেই। ভাড়াটে খেলোয়াড় দিয়ে কী কখনও জয় পাওয়া যায়? যায় না। যাদের নিজেদেরই কোনও অস্তিত্ব নেই, তারা অন্য দলে গিয়ে কী অস্তিত্ব পাবে।’

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এসব কথা বলেছেন মোহাম্মদ নাসিম।

শনিবারে (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ১৪ দলের সমাবেশ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত সমাবেশ প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।

যারা জাতীয় ঐক্যের ঘোষণা দিচ্ছে তাদের প্রতি মানুষের আস্থা নেই জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনারা (যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা) বর্ণচোরা, আপনাদের প্রতি দেশের জনগণের আস্থা নেই। আর বিশ্বাস করি, আপনাদের প্রতি আপনাদের কর্মীদেরও আস্থা নেই।’

নির্বাচন বানচালের কোনও চেষ্টা সফল হবে না মন্তব্য করে তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে যেকোনও দল অংশগ্রহণ করতে পারে। এ বিষয়ে আমাদের কোনও প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু দুঃখজনক-দুর্ভাগ্যজনক হলো, ওইসব চেনা মুখগুলো যখন গণতন্ত্রের কথা বলে মাঠে নামে, এদেশের মানুষের মধ্যে শঙ্কা সৃষ্টি হয়। যখনই এদেশে গণতন্ত্রের জন্য লড়াই হয়েছে, এই চেনা মুখগুলো নির্বাচনকে বিলম্বিত করার জন্য বারবার চেষ্টা করেছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ সবসময় গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে। নির্ধারিত সময়ে নির্বাচন হবে।’

নির্বাচনে সেনা মোতায়েনের নামে সেনাবাহিনীকে উত্তেজিত করা হচ্ছে দাবি করে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা আরও বলেন, ‘সেনাবাহিনীকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে। সকলের মনে আছে, ২০০১ সালে কীভাবে একটি দলকে পরাজিত করার চক্রান্ত করা হয়েছিল। পৃথিবীর কোনও দেশে তাদের সেনাবাহিনীকে এভাবে ব্যবহার করা হয় না। আমরা দেখেছি কীভাবে সেনাবাহিনীকে ব্যবহার করে অতীতে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের নির্দেশে কাজ করবে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে।’

নির্বাচনে সেনা মোতায়েনের অযৌক্তিক দাবি তুলে বিএনপি নির্বাচনি মাঠ গরম করতে চাইছে বলে অভিযোগ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচনের তো বাকি আছে মাত্র তিন মাস। অল্প কিছুদিনেই হয়তো নির্বাচন কমিশন নির্বাচনের সিডিউল ঘোষণা করবে।’

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!