• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ডাকাতির মালামালসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


পাবনা প্রতিনিধি মে ২৩, ২০১৭, ১২:০১ পিএম
ডাকাতির মালামালসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পাবনা: ঢাকার মিরপুরে ও ওয়ারী এলাকায় ডাকাতি করা বিপুল পরিমান মালামালসহ চাটমোহর থেকে ছাত্রলীগের এক নেতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

সোমবার (২৩ মে) ভোরে পাবনার চাটমোহর উপজেলার বালুচরে অভিযান চালিয়ে ডাকাতির মালামালসহ তাদের গ্রেপ্তার করা হয়।

আটকরা হলেন, চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বড়সিংগা গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে রাসেল রহমান (২৮) ও রামচন্দ্রপুর গ্রামের মৃত আ. গনির ছেলে ফল ব্যবসায়ী রবিউল করিম (৩৫)। উদ্ধার করা হয়েছে, ওয়ালটনের ৩টি ফ্রিজ, বেশ কিছু থান কাপড় ও থ্রি পিস।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুকিত সরকারের নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করেন।

চাটমোহর থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি ঢাকার মিরপুর ও ওয়ারী এলাকায় ওলাটন শো-রুমে ডাকাতির ঘটনা ঘটে। এ ব্যাপারে ওয়ারী থানায় মামলা দায়ের হয়। পরবর্তীতে মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়। পরে ডিবি ওই ঘটনায় ঢাকা থেকে দু’জনকে আটক করে।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী পাবনার চাটমোহর থানা পুলিশের সহযোগিতায় সোমবার চাটমোহর পৌর এলাকার বালুচর মহল্লায় ছাত্রলীগ নেতা রাসেলের মালিকানাধীন আলজা ট্রেডার্সে অভিযান চালায় ডিবির দল। এ সময় সেখান থেকে ওয়ালটন ফ্রিজ ও কাপড়গুলো উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালসহ আটকদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!