• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ঢাবির ‘ক’ ইউনিটে পাসের হার ১৩.৫৫ ভাগ


ঢাবি প্রতিনিধি অক্টোবর ২৫, ২০১৬, ০৭:১৯ পিএম
ঢাবির ‘ক’ ইউনিটে পাসের হার ১৩.৫৫ ভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৩.৫৫ ভাগ পাস করেছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় প্রকাশিত ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) ফল পাওয়া যাবে।

শিক্ষার্থীরা মোবাইল থেকেও ফল জানতে পারবে। যেকোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে DU স্পেস Ka স্পেস ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যাবে। 

গত শুক্রবার (২২ অক্টোবর) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তিচ্ছু ৯০ হাজার ৪২৪ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৮৩ হাজার ৫৮২ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১১ হাজার ৩৩০ জন উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৬ হাজার ৬৪২ জন। ‘ক’ ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৭৪৫টি। 

২০১৫-১৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৪ হাজার ৪৭৮ জন। এদের মধ্যে উত্তীর্ণ হয় মাত্র ১৩ হাজার ৩৮০ জন। পাসের হার ২০.৭৫ শতাংশ। 

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!