• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

তবু ক্ষুব্ধ নজরুলের শ্বশুর!


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০১৭, ০২:৪২ পিএম
তবু ক্ষুব্ধ নজরুলের শ্বশুর!

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলা থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের চারজন নেতাকে বাদ দেয়া হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুর সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এ মামলার রায়ে ২৬ জনের মৃত্যুদণ্ড ও বাকি নয় আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে শহীদ চেয়ারম্যান যুগান্তরের কাছে রায় নিয়ে আংশিক সন্তুষ্টির কথা জানান। তিনি চার আওয়ামী লীগ নেতাকে বাদ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

শহীদ চেয়ারম্যান বলেন, 'সাত খুনে জড়িত হওয়া সত্ত্বেও রাজনৈতিক কারণে আওয়ামী লীগ নেতা হাজী ইয়াসীন, ইকবাল হোসেন, আমিনুল ইসলাম রাজু ও আশিকের নাম মামলা থেকে বাদ দেয়া হয়েছে।'

ক্ষমতাসীন দলের এসব নেতার বিচার না হওয়ায় সাত খুন মামলার রায়ে আংশিক সন্তুষ্ট হয়েছেন বলে জানান শহীদ চেয়ারম্যান।

তিনি বলেন, আসামিদের শাস্তি নিশ্চিত করতে হাইকোর্ট এবং আপিল বিভাগেও আইনি লড়াই চালিয়ে যাবেন।

নিহত কাউন্সিলর নজরুলের শ্বশুর আরও বলেন, সাত খুনের আসামিরা বহু সংসার ধ্বংস করেছে। এখন রায় কার্যকর হলে মনের দুঃখ কিছুটা হলেও লাঘব হবে।

উচ্চ আদালতের মাধ্যমে ফাঁসির আসামিরা রেহাই পেয়ে যেতে পারে জানিয়ে দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!