• ঢাকা
  • শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

তুষার-অলকদের জন্য সুখবর


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২২, ২০১৭, ০১:১০ পিএম
তুষার-অলকদের জন্য সুখবর

ঢাকা: ঘরোয়া ক্রিকেটে তারা নিয়মিত পারফর্ম  করে যাচ্ছেন। কিন্তু নির্বাচকদের নজরে পড়ছেন না। গত কয়েক বছর ধরে তুষার ইমরান, অলক কাপালি, শাহরিয়ার নাফীস, নাঈম ইসলামরা ব্যাট হাতে দ্যুতি ছড়াচ্ছেন। কিন্তু সেভাবে তাদের মূল্যায়ন হচ্ছে কোথায়? কিছুদিন আগে ডাবল সেঞ্চুরি করেছেন তুষার ইমরান। নাঈম ইসলাম পেয়েছেন টানা সেঞ্চুরির দেখা। সব সংস্করণেই রান করে যাচ্ছেন নাফীস। অলক বিসিএলে এখনও নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে আগের ঘরোয়া লিগগুলোতে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। তারপরও কোন পর্যায়েই এই ক্রিকেটারদের ডাক পড়ে না! পড়বে কিভাবে জাতীয় দল ছাড়া যে বাংলাদেশের ‘এ’ দল  অকার্যকর হয়ে পড়ে আছে!

এক সময় জাতীয় দলে সুযোগ না হলে সেই খেলোয়াড়ের ‘এ’ দলে সুযোগ মিলত। এখই সেই সুযোগ আর নেই। বাংলাদেশের ‘এ’ দলই নেই! তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন তুষার-অলকদের জন্য সুখবরই দিলেন। তিনি জানিয়েছেন, ভালো খেললে নতুন পুরাতন সব খেলোয়াড়ের জন্যই জাতীয় দলের দরজা খোলা,‘ ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েকজন খেলোয়াড় অসাধারণ পারফর্র্ম করে আসছে। তুষার ইমরান-অলক কাপালিরা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছে। এদের একটা প্ল্যাটফর্ম দিতে হবে। অবশ্যই তারা আমাদের নজরে আছে। বয়সের জন্য তাদের আমরা আমাদের দৃষ্টির বাইরে নিয়ে যাইনি।’

পারফর্ম করার পরও তুষার-অলকরা কোন পর্যায়েই সুযোগ পান না।  বিষয়টি নিয়ে ভাবছেন প্রধান নির্বাচকও। তিনি বলেন,‘ অনেকদিন ধরে ‘এ’ দলের সফর হচ্ছে না। গত এক বছর আমরা এইচপির কোনও প্রোগ্রাম করতে পারিনি। ওদের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে অবশ্যই ‘এ’ দল বা এইচপি দলের হয়ে কোনও সিরিজ খেলতে হবে। দেখতে হবে তাদের অবস্থানটা কোথায়।’

এর কারণও ব্যাখ্যা করেছেন মিনহাজুল,‘ বিকেএসপিতে যে উইকেটে খেলা হয় এমন ফ্ল্যাট উইকেটে আর কোথাও খেলা হয় না। যেসব খেলোয়াড় রান করেছে তাদের জাতীয় দলে সুযোগ দিতে হলে আগে অন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে। তখন আমরা তাদের আন্তর্জাতিক পর্যায়ে খেলার সক্ষমতা দেখতে পারব। এখন ২৪ জনের পুল থেকেই আমরা খেলোয়াড়দের বিবেচনা করছি। ‘এ’ দলের খেলা হলে এসব খেলোয়াড়কে সুযোগ দিতে পারব।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!