• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

নিজের যে পাঁচটি গোপন কথা কখনওই অফিসে জানাবেন না


লাইফস্টাইল ডেস্ক জুলাই ৩, ২০১৬, ০৩:০২ পিএম
নিজের যে পাঁচটি গোপন কথা কখনওই অফিসে জানাবেন না

কিছু কথা থাকে, যা একেবারে নিজস্ব। কোনওদিনই কাউকে বলা যাবে না। তেমন গোপন কথার বাইরে আরও কিছু গেপন কথা থাকে, যা ক্ষেত্র বিশেষে বলা গেলেও যেতে পারে। কিন্তু সব কথা বলারই সময় আর পরিসর রয়েছে। সব কথা সবখানে সব সময়ে বলা চলে না।

সর্বত্র ব্যক্তিগত বিষয়গুলিকে তুলে ধরলে, বিপদ ঘটতে পারে নানা প্রকারের। বিশেষত, অফিসে নিজের পুরো ব্যক্তিত্বকে উন্মোচন করাটা একেবারেই উচিত নয়। কারণ, অফিস যতই খোলামেলা হোক না কেন, সেখানে সবর্দাই ‘পাওয়ার গেম’ চলমান। এহেন পরিস্থিতিতে নিজেকে সম্পূর্ণ মেলে ধরলে বিপদ আপনারই।

একানে রইল এমন পাঁচটি বিষয়ের কথা, যা অফিসে না জানানোই ভাল।

• আপনার জীবনযাপনের খুঁটিনাটি, আপনার ব্যক্তিগত বন্ধুদের সম্পর্কে বিশদ, আপনার ছুটির দিনের ধারাবিবরণী অফিসে না জানালেও চলবে।

• প্রত্যেকেরই নিজস্ব কিছু উপলব্ধি থাকে। কখনও কখনও তা আধ্যাত্মিক চরিত্রের। আপনি আপনার একান্ত সময়ে সেগুলিকে পাথেয় করে অনেক দূর যান। এই সম্পদ আপনার নিজস্ব। একে সর্বজনে নিয়ে এলে সমস্যা রয়েছে। বিশেষ করে কর্মস্থলে এই প্রসঙ্গে স্পিকটি নট।

• আপনার পারিবারিক জীবন সম্পর্কে আপনার সহকর্মীদের সঙ্গে কথা হতেই পারে। কিন্তু কখনওই কোনও পারিবারিক গোপন কথা তাদের জানাবেন না। 

• আপনার অনেক সুকৃতি থাকতেই পারে। কিন্তু সেগুলো কর্মস্থলে জাহির করতে যাবেন না। একে আপনার পার্শ্ববর্তী মানুষটিও ভেবে বসবেন আপনি খামখা বড়াই করছেন। এতে আপনার সম্মান কমবে বই বাড়বে না।

• আপনার উচ্চাশাকে কখনওই অফিসে খুলে বলতে যাবেন না। সহকর্মীরা আপনার প্রতিদ্বন্দ্বী, সেটা মনে রাখবেন। আপনার বিন্দুমাত্র স্খলন মানে, অন্যের কয়েক কদম এগিয়ে যাওয়া। সুতরাং নিজের উচ্চাশা ব্যক্ত করে, পরে ব্যর্থমনোরথ অবস্থায় সহকর্মীদের সহানুভূতি সন্দান করতে গেলে বিপদ রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!