• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বাধা কাটলো ইলিয়াস পত্নীর


আদালত প্রতিবেদক জুলাই ১০, ২০১৭, ০৫:০৯ পিএম
বাধা কাটলো ইলিয়াস পত্নীর

ঢাকা: নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে যুক্তরাজ্যে যেতে বাধা না দেয়ার নি‌র্দেশ দিয়ে‌ছেন হাইকোর্ট। একই স‌ঙ্গে বি‌দেশ যাওয়ার ক্ষে‌ত্রে তাকে বাধা দেয়া কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হ‌বে না তা জান‌তে চে‌য়ে রুল জা‌রি ক‌রে‌ছেন আদালত।

সোমবার (১০ জুলাই) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

তাহসিনা রুশদীর লুনার আইনজীবী সগির হোসেন লিয়ন বলেন, এ আদেশের ফলে তাহসিনা রুশদীর লুনার বিদেশ যেতে বাধা কাটলো।

এর আগে যুক্তরাজ্যে যেতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘বাধা’ পাওয়ার পর রোববার হাইকোর্টে রিট করেন লুনা।

বিমানবন্দরে আটকের বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা লুনা বলেন, রোববার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ২ সন্তানকে নিয়ে লন্ডনে যাওয়ার কথা ছিল। কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে দেড় ঘণ্টা আমাকে বসিয়ে রেখে বলা হয়, আপনি যেতে পারবেন না, আপনার ছেলে-মেয়েরা যেতে পারবে।

এ পরিস্থিতিতে মেয়ে সাইয়ারা নাওয়াল ও ছেলে লাবিব সারারকে নিয়ে বাসায় ফিরে যাওয়ার কথা জানান লুনা। তিনি জানান, তার বড় ছেলে আবরার ইলিয়াস এবার ব্রিস্টলের ইউনিভার্সিটি অব ওয়েস্ট অব ইংল্যান্ড থেকে স্নাতক শেষ করেছেন। অভিভাবক হিসেবে আগামী সপ্তাহে ওই অনুষ্ঠানে যোগ দিতেই যুক্তরাজ্যে যাচ্ছিলেন তিনি।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!