• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বেরোবিতে স্বেচ্ছাসেবী সংগঠনের অনন্য উদ্যোগ


বেরোবি প্রতিনিধি, রংপুর জানুয়ারি ১৪, ২০১৭, ১০:১৮ পিএম
বেরোবিতে স্বেচ্ছাসেবী সংগঠনের অনন্য উদ্যোগ

রংপুর: ‘আসুক আলো ফুটুক ফুল’ এ স্লোগানকে সামনে রেখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইনডিভিওর ফর স্মাইল’ (ইএস) ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এতে ২১ জন সুবিধা বঞ্চিত শিশুকে এ উপকরণ দেওয়া হয়।

শনিবার (১৪ জানুয়ারি)  বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে এ কর্মসূচী পালন করে সংগঠনটি। ওবায়দুল ইসলাম শোয়াইবের সভাপতিত্বে ও অমিত বর্মণ অভির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক জিনাত শারমিন, অতিথি ছিলেন বেরোবিসাসের সাধারণ সম্পাদক নুর ইসলাম সংগ্রাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ব্রুডা’র সাবেক সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য রক্তিম মিলন, ফাউন্ডেশনেরটির সদস্য ইরফান নিবির, ইকবাল হোসেনসহ শিশুদের অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস) ও বিতর্ক সংগঠন ব্রুডা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!