• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ভেজাল সেমাই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা


কুষ্টিয়া প্রতিনিধি জুন ২১, ২০১৭, ০৯:২৮ পিএম
ভেজাল সেমাই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়া: অনুমোদনবিহীন ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে একটি কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২১ জুন) দুপুরে কুষ্টিয়ার বড়বাজার এলাকায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি, খালি পায়ে সেমাইয়ের উপর চলাফেরা ও খাওয়ার অনুপযোগী সেমাই তৈরির অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর (৪৩) ধারায় আর আর এ্যাগ্রো ফুড প্রোডাক্টস কারখানার মালিককে ৫০ টাকা জরিমানা করা হয়েছে এবং মালিককে সতর্ক করা হয়েছে।

তিনি আরো বলেন, কারখানায় কারিগররাও নোংরা ও অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে কাজ করে থাকে। সেমাই খোলা স্থানে সারি সারি বাঁশে সাজিয়ে রোদে শুকিয়ে থাকে। যেখানে কাক ও অন্যান্য পাখির অবাধ বিচরণ করে থাকে।

এসময় বাজার মনিটরিং এর কর্মকর্তা, স্যানেটারী ইন্সপেক্টর ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!