• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

শাহজালালে দেড় কেজি স্বর্ণসহ যাত্রী আটক


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২১, ২০১৭, ০৬:২০ পিএম
শাহজালালে দেড় কেজি স্বর্ণসহ যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭৫ লাখ টাকা মূল্যের দেড় কেজি ওজনের ১৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। এ ঘটনায় জোবায়ের আক্তার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

কাস্টমস হাউজের সহকারী পরিচালক আহসান কবির বলেন, শনিবার সকাল ৯টার দিকে মালয়েশিয়া থেকে একটি ফ্লাইটে (বিজি-০৮৭) ঢাকায় আসেন জোবায়ের আক্তার। পরে গ্রীণ চ্যানেল অতিক্রম করার সময় তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে তাকে হাসপতালে নিয়ে এক্স-রে করা হলে তার রেক্টামে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।

এরপর তাকে প্রচুর পানি পান করিয়ে বাথরুমে পাঠানো হয়। পরে তিনি পায়ুপথে আনা ১৫টি স্বর্ণের বার বের করে দেন। বারগুলোর ওজন দেড় কেজি। আনুমানিক মূল্য প্রায় ৭৫ লাখ টাকা। পরে তাকে বিমানবন্দর থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!