• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

মিন্নির আবেদন খারিজ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২১, ২০২০, ০৬:৩৪ পিএম
মিন্নির আবেদন খারিজ

ঢাকা: আলোচিত বরগুনার রিফাত শরীফ হ ত্যা মামলা বাতিলে নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আবেদনটি উত্থাপিত হয়নি (নট প্রেস) মর্মে খারিজ করেন আদালত।বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এ সময় আদালতে মিন্নির পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও জামিউল হক ফয়সাল।

গেল ১ জানুয়ারি রিফাত শরীফ হ ত্যা মামলায় অভিযুক্ত তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ অভিযোগ গঠন করেন। পরে এই অভিযোগ গঠনের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন মিন্নি।

গত বছরের ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজ গেটের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কু পিয়ে জখম করে স ন্ত্রাসীরা।  পর তাকে বরিশাল শেরে বাংলা মেডিক‌্যাল কলেজে নেয়ার পর সেখানেই মারা যান। এই মামলায় মিন্নি বর্তমানে হাইকোর্টের আদেশে জামিনে রয়েছেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!