রাতভর অবরোধ শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৭:২৪ এএম
রাতভর অবরোধ শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা

রাতভর অবরোধের পর ভোরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ছেড়ে দিয়েছেন আন্দোলনকারীরা। এতে দীর্ঘ সময় বন্ধ থাকা এই গুরুত্বপূর্ণ মহাসড়কে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। অবরোধে সৃষ্টি হওয়া যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরের দিকে যাত্রাবাড়ী ও শনির আখড়া এলাকায় অবস্থান নেওয়া আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যান। ফলে ঢাকামুখী ও চট্টগ্রামমুখী উভয় লেনে আটকে থাকা যানবাহনগুলো পর্যায়ক্রমে চলাচল শুরু করে।

রাতভর অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোরে সড়ক খুলে দেওয়া হলেও যানবাহনের চাপ বেশি থাকায় গাড়িগুলো ধীরগতিতে চলাচল করছে।

ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে যাত্রাবাড়ী, শনির আখড়া ও সায়দাবাদ এলাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাস, ট্রাক ও পণ্যবাহী যানগুলোকে ধাপে ধাপে চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে।

দীর্ঘ সময় সড়কে আটকে থাকার পর অবরোধ প্রত্যাহারের খবরে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে রাতভর দুর্ভোগের অভিজ্ঞতা এখনো অনেকের মনে দগদগে। বেশ কয়েকজন যাত্রী জানান, যানবাহনের ভেতরেই তাদের নির্ঘুম রাত কাটাতে হয়েছে।

এম

Link copied!