শাহবাগে ওসমান হাদির স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি পরিবারের

  • ঝালকাঠি প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০২:২৩ পিএম
শাহবাগে ওসমান হাদির স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি পরিবারের

ফাইল ছবি

ঝালকাঠি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে তার স্মৃতি রক্ষার্থে শাহবাগে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়েছে তার পরিবার। হাদির ছোট বোনজামাই আমির হোসেন হাওলাদার এই দাবি উত্থাপন করেন। তিনি বলেন, ‘হাদির উত্থান হয়েছিল শাহবাগ থেকে। তাই সেই শাহবাগেই যেন তার একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। এছাড়া তার কাব্যগ্রন্থগুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা এবং স্কুল-কলেজের সিলেবাসে তার জীবনী সংযুক্ত করার দাবি জানাচ্ছি।’

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় হাদির জন্মস্থানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আরও বলেন, ‘সারাদেশের মানুষের মনে হাদির জন্য যে ভালোবাসা তৈরি হয়েছিল, তা এমনি এমনি আসেনি; এটি ছিল তার দীর্ঘদিনের অর্জন। পরিবারের সবার কাছে হাদি যেমন অত্যন্ত স্নেহের ও আদরের ছিল, তেমনি এলাকাবাসীর কাছেও সে ছিল অত্যন্ত প্রিয়।’

হত্যাকারীদের বিচার দাবি করে তিনি বলেন, ‘ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। কোনো কিছুতেই আমাদের সান্ত্বনা দেওয়া সম্ভব নয়; কারণ হাদির মতো একজন মেধাবী মানুষ আগামী ৫৫ বছরেও জন্মাবে কি না সন্দেহ।’

দাফনের বিষয়ে আমির হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ঢাকায় মরদেহ পৌঁছানোর পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে হাদির লেখায় উল্লেখ ছিল যে, তাকে যেন তার বাবার কবরের পাশেই দাফন করা হয়। পরিবার সেই ইচ্ছার প্রতি সম্মান জানানোর বিষয়টি বিবেচনা করছে।

গত শুক্রবার রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পিএস

Link copied!