হাদির ময়নাতদন্ত শেষ, মরদেহ পুনরায় হৃদরোগ ইনস্টিটিউটে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ১২:২৯ পিএম
হাদির ময়নাতদন্ত শেষ, মরদেহ পুনরায় হৃদরোগ ইনস্টিটিউটে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ময়নাতদন্ত শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে শেষ হয়েছে। পরবর্তীতে তার লাশ পুনরায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালেই হাদির লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছিল। সব প্রক্রিয়া শেষে পুনরায় তাকে হৃদরোগ ইনস্টিটিউটে রাখা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদি মারা যান। হাদির লাশ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছানো হয় এবং তখন তা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা হয়েছিল।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।

এম

Link copied!