নির্বাচনের রুটম্যাপ পরিবর্তন করল ইসি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৭:০০ পিএম
নির্বাচনের রুটম্যাপ পরিবর্তন করল ইসি

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত রুটম্যাপ সামান্য বা আংশিক পরিবর্তন করেছে ইসি। গত ১১ ডিসেম্বর জারি করা মূল প্রজ্ঞাপনের কয়েকটি তারিখ ও তথ্য সংশোধন করে নতুন প্রজ্ঞাপন প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 

শনিবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে সংশোধিত প্রজ্ঞাপনটি জারি করা হয়। এতে মূলত তিনটি বিষয়ে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে ইসি। 

সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১১-এর দফা (১) অনুসারে জাতীয় সংসদ গঠনের উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনি এলাকা থেকে একজন সদস্য নির্বাচনের জন্য ঘোষিত সময়সূচি সম্বলিত গত ১১ ডিসেম্বরের বাংলাদেশ গেজেট আংশিক সংশোধন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, গেজেটের ১৩৩০৫ পৃষ্ঠার দ্বিতীয় ও তৃতীয় লাইনে উল্লিখিত সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন শব্দ ও চিহ্ন বিলুপ্ত করা হয়েছে। একই পৃষ্ঠায় মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা হিসেবে আগে যে ২১ থেকে ২৭ পৌষ এবং ৫ থেকে ১১ জানুয়ারি নির্ধারিত ছিল, তা সংশোধন করে ২১ থেকে ২৫ পৌষ এবং ৫ থেকে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি দিনসংক্রান্ত উল্লেখেও পরিবর্তন এনে সোমবার থেকে রোববারের পরিবর্তে সোমবার থেকে শুক্রবার করা হয়েছে।

এ ছাড়া গেজেটের ১৩৩০৬ পৃষ্ঠায় আপিল নিষ্পত্তির সময়সীমায়ও সংশোধন এসেছে। আগে যেখানে ২৮ পৌষ থেকে ৪ মাঘ এবং ১২ থেকে ১৮ জানুয়ারি উল্লেখ ছিল, সেখানে নতুন করে ২৬ পৌষ থেকে ৪ মাঘ এবং ১০ থেকে ১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। দিনসংক্রান্ত অংশে শনিবার থেকে রোববার উল্লেখ যুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সংশোধনগুলো প্রশাসনিক ও সময় ব্যবস্থাপনার সুবিধার কথা বিবেচনায় এনে করা হয়েছে। তফসিলের মূল কাঠামো ও নির্বাচনের তারিখ অপরিবর্তিত থাকছে।

এসএইচ 
 

Link copied!