• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

‘ইসি পুনর্গঠন আইন তৈরিতে প্রস্তুত মন্ত্রণালয়’


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৪, ২০১৭, ০১:৫৫ পিএম
‘ইসি পুনর্গঠন আইন তৈরিতে প্রস্তুত মন্ত্রণালয়’

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, রাষ্ট্রপতির সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ শেষে নতুন নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে আইন তৈরিতে প্রস্তুত রয়েছে আইন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির নির্দেশ পেলেই এ আইনটি তৈরি করা সম্ভব হবে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। একই সঙ্গে ট্রাইব্যুনাল না সরানোর বিষয়ে আইন মন্ত্রণালয় অনড় রয়েছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন চাইলে প্রয়োজনে জামায়াতের দাঁড়ি-পাল্লা প্রতীক বাতিল করতে পারে। শুধু জামায়াত কেন ইসি এ সিদ্ধান্ত যেকোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নিতে পারে। এ ব্যাপারে আইনি কোনো বাধ্যবাধকতা নেই।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!