• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ হকির প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ১, ২০১৭, ০৮:১৭ পিএম
এশিয়া কাপ হকির প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

ঢাকা: ১৯৮৫ সালে ঢাকায় হয়েছিল এশিয়া কাপ হকি। আড়াই যুগেরও বেশি সময় পর আবারও ঢাকায় বসতে যাচ্ছে এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই হকি আসর। আগামী ১১ অক্টোবর মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকিস্তান ছাড়াও বাংলাদেশের গ্রুপে অারও রয়েছে ভারত ও জাপান। তবে এ গ্রুপের চতুর্থ দলটির বিষয়ে কিছু জানা যায়নি। অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন ও ওমান। এশিয়ান হকি ফেডারেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, এশিয়া কাপ হকির যাত্রা শুরু ১৯৮২ সালে পাকিস্তানের করাচিতে। দ্বিতীয় আসর বসেছিল ঢাকায় ১৯৮৫ সালে। সর্বশেষ সাতবারের চারবারই হয়েছে মালয়েশিয়ায়। দু’বার ভারতে (নয়াদিল্লি ও চেন্নাই) এবং একবার জাপানের হিরোশিমায়। আগের নয় আসরের পাঁচটিতে অংশ নিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ায় গত আসরে আট দলের মধ্যে অষ্টম হয় জিমি-বাহিনী। ৩২ বছর পর ফের এমন বড় আসর আয়োজনের সুযোগ পেয়েছে বাংলাদেশ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআাই

Wordbridge School
Link copied!