• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ আজ থেকে


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৬, ২০১৭, ১০:১৬ এএম
সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ আজ থেকে

ঢাকা: গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু আজ। বুধবার (১৬ আগষ্ট) সকাল ১০ টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে শুরু হবে এ সংলাপ। প্রথম দিনের বৈঠকে অংশ নেবেন প্রিন্ট মিডিয়ার সম্পাদকরা।

এরপর আগামীকাল বৃহস্পতিবার (১৭ আগষ্ট) অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। বৈঠকের কার্যতালিকায় রাখা হয়েছে আইন সংশোধন, সীমনা পুন:নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদসহ বেশকিছু জরুরি বিষয়।

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক এই সংলাপ শুরু হয় গত ৩১ জুলাই। কমিশনের প্রণিত রোডম্যাড অনুযায়ী, আগামী ২৪শ আগস্ট শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ।

এরপর পর্যায়ক্রমে নারী নেত্রী, পর্যবেক্ষক সংস্থা ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!