• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন ফিল্যান্ডারও


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৬, ২০১৭, ১০:৫৭ এএম
বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন ফিল্যান্ডারও

ঢাকা: আগেই জানা গিয়েছিল ডেল স্টেইন বাংলাদেশ সিরিজে খেলতে পারবেন না। এবার জানা গেল ভারনন ফিল্যান্ডারও এই সিরিজে খেলতে পারছেন না। কারণ চোট। পিঠের চোটে প্রায় দেড় মাস ক্রিকেটের বাইরে থাকা ফিল্যান্ডারের পূর্ণাঙ্গ পুনর্বাসন এখনও হয়নি। তাই তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

গত জুলাইয়ে ইংল্যান্ড সফরে পিঠে চোট পেয়েছিলেন ফিল্যান্ডার। ধারণা করা হয়েছিল, বাংলাদেশ সিরিজের আগেই পুরোপুরি ফিট হয়ে যাবেন ৩২ বছর বয়সী পেসার। ঘরোয়া ক্রিকেটে কোবরাসের হয়ে তাই প্রথম রাউন্ডের ম্যাচটা খেলার কথা ভেবেছিলেন ফিল্যান্ডার। নতুন কোচ ওটিস গিবসন জাতীয় দলের সবাইকে প্রথম শ্রেণির ম্যাচ খেলতে বলেছেন।

এই ম্যাচটা ভালো খেলে ফিটনেস প্রমাণ করতে পারলে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকতে পারতেন ফিল্যান্ডার। কিন্তু পুনর্বাসনপ্রক্রিয়া শেষ না হওয়ায় প্রথম শ্রেণির ম্যাচ খেলে নতুন করে চোটে পড়ার ঝুঁকি নিতে চাচ্ছেন না। আর এই ম্যাচ না খেললে বাংলাদেশের বিপক্ষে টেস্টে খেলার সম্ভাবনাও ফিল্যান্ডারের নেই বললেই চলে।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!