• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

‘আমরা পারি’ মন্ত্রে উজ্জিবীত হয়ে দ. আফ্রিকায় টাইগাররা


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ১৬, ২০১৭, ০৩:৩৫ পিএম
‘আমরা পারি’ মন্ত্রে উজ্জিবীত হয়ে দ. আফ্রিকায় টাইগাররা

ঢাকা: আমরা শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়েছি। অতএব, ‘আমরা পারি’ এই মন্ত্রে উজ্জিবীত হয়েই দীর্ঘ ৯ বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে গেল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দফায় শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে দেশ ছেড়েছে ম্যানেজার, পেস বোলিং কোচ ও মাহমুদউল্লাহসহ তিন ক্রিকেটার। সন্ধ্যায় রওয়ানা দেবেন অধিনায়ক মুশফিকুর রহীমসহ বাকিরা। রোববার যাবেন বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে খেলতে যাওয়া তামিম ইকবাল।

দেশ ত্যাগের আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেন, ‘অনেকেই বলবেন, আমাদের কোনো সুযোগই নেই। কিন্তু আমি তাঁদের সঙ্গে একমত নই। এটাকে উচ্চাভিলাষী স্বপ্ন বলতে পারেন, কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি দক্ষিণ আফ্রিকাকে আমরা হারাতে পারি, এই বিশ্বাসটা আমাদের থাকতেই হবে।’

এর আগে মাত্র দুই বার বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিপক্ষীয় সফর হয়েছে। প্রথমবার  ২০০২ সালে এরপর ২০০৮ সালে। মাঝে অংশ নিয়েছে ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপ আর ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে। এই চার সফরের ফলাফল কিন্তু ভয় ধরিয়ে দিতেই পারে। সবচেয়ে বেশি শঙ্কিত হতে হবে টেস্ট ম্যাচগুলোর ফলের দিকে তাকিয়ে।

তবে পুরনো রেকর্ড ভুলে এবার নতুন কিছু করে দেখাতে চান অধিনায়ক মুশফিকুর রহীম। তিনি বলেন, ‘রেকর্ডের দিকে দেখলে আসলে সাউথ আফ্রিকায় খুব একটা ভালো রেকর্ড নেই আমাদের। ওখানে সবকটা টিমই আসলে স্ট্রাগল করে। আমরা যাব, আমাদের স্ট্রাগল করতে হতে পারে। কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব ভালো করতে।’

বর্তমানের এই বাংলাদেশ দলটি আগের থেকে অনেক বেশি অভিজ্ঞ এবং পরিণত। যেকোনো পরাশক্তি দলের বিপক্ষে লড়াই করতে পিছপা হয়না দলটি। এই কারণেই প্রোটিয়াদের মাটিতে ভালো খেলতে আত্মবিশ্বাসী মুশফিক। তিনি বলেন, ‘লাস্টবার যে দলটা গিয়েছিলো আমাদের তারচেয়ে এখন অনেক পরিনত, অনেক ইম্প্রুভ একটা দল। আমরা স্কিলটা যদি ভালোমতো দেখাতে পারি তবে টিম হিসেবে আমাদের ভালো খেলার চান্স আছে।’

অবশ্য ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করলেও কাজটি যে খুব সহজ হবে না সেটি জানেন অধিনায়কও। কারণ দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটে খেলতে প্রত্যেক দলকেই গলদঘর্ম হতে হয়। তবে এরপরেও যথেষ্ট আত্মবিশ্বাসী মুশফিক। তাঁর ভাষ্যমতে, ‘ওখানে ভালো খেলাটা ইজি না। কিন্তু অবিশ্বাস্যও না। তো আমি কনফিডেন্ট যে আমরা ভালো খেলব।’

উল্লেখ্য, দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর এবং দ্বিতীয়টি ৬ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। এছাড়া সফরকালে বাংলাদেশ তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে। মূল লড়াইয়ের আগে ২১ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!