• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

তামিম-রুবেলকে ছাড়াই আমিরাত গেল মাশরাফিরা


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ১০, ২০১৮, ১০:৪৯ এএম
তামিম-রুবেলকে ছাড়াই আমিরাত গেল মাশরাফিরা

ঢাকা: এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ভিসা জটিলতায় মাশরাফি বিন মুর্তজাদের সঙ্গে যেতে পারেননি ওপেনার তামিম ইকবাল ও পেসার রুবেল হোসেন। একই কারণে দুবাইগামী বিমানে চড়া হয়নি ম্যানেজার খালেদ মাহমুদ ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের।

টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান হজ থেকে দেশে ফিরে যুক্তরাষ্ট্রে যান। যেখান থেকেই দুবাইয়ে যোগ দেবেন তিনি।

অন্যদের সবাই এদিন দেশ ছেড়েছেন। এমিরেটস এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটটি মাশরাফিদের নিয়ে ঢাকা ছাড়ে সন্ধ্যা সাড়ে ৭টায়।

আমিরাতে ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে অপর দল আফগানিস্তান। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও হংকং। ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে মাশরাফিরা।

দুই গ্রুপ থেকে সেরা দুটি করে দল যাবে পরের পর্বে। সুপার ফোর পর্বে প্রত্যেকে একবার করে মুখোমুখি হয়ে একে অপরের। সেরা দুটি দল খেলবে ফাইনালে।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!