• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

দুই গুদামে ৬৫ হাজার লিটার সয়াবিন তেল মজুদ


ঝিনাইদহ প্রতিনিধি মার্চ ১৬, ২০২২, ১২:১১ পিএম
দুই গুদামে ৬৫ হাজার লিটার সয়াবিন তেল মজুদ

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সয়াবিন তেল মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ মার্চ) সকালে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৫ মার্চ) রাত সাড়ে ৭টায় শহরের কবিরপুরে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) পার্থ প্রতীম শীল জানান, শৈলকুপা উপজেলার কবিরপুরের শংকর কুমার কুন্ডুর গুদামে অভিযান চালিয়ে প্রায় ৩০০ ব্যারেল সয়াবিন তেল মজুত পাওয়া যায়। মূলত এসব ব্যারেলে ৬১ হাজার লিটারের বেশি সয়াবিন তেল ছিল। পরে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, একই সময় ব্যবসায়ী রাজ কুন্ডুর গুদামে ২০ ব্যারেলে ৪ হাজার ৮০ লিটার তেল মজুত পাওয়া যায়। এ সময় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব তেল মজুত করে তারা চড়া দামে বিক্রি করছিল।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা জানান, গুদামে মজুতকৃত এসব তেল তিন দিনের মধ্যে সরকার নির্ধারিত দামে বিক্রি করতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!