• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

গাড়ী ভাংচুরসহ একাধিক মামলার ইউপি মেম্বার গ্রেফতার


নোয়াখালী প্রতিনিধি জুলাই ২৭, ২০২২, ০৪:২০ পিএম
গাড়ী ভাংচুরসহ একাধিক মামলার ইউপি মেম্বার গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে কাজী জহিরুল ইসলাম মাসুদ (৩৫) নামের জামায়াত সমর্থিত এক ইউপি মেম্বারকে গ্রেফতার করেছে। কাজী জহিরুল ইসলাম মাসুদ সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউপির দক্ষিন রাজামারপুর গ্রামের মো. রফিক মিয়ার ছেলে ও মোহাম্মদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার। সে স্থানীয় ভাবে জামায়াত সমর্থিত নেতা হিসেবে পরিচিত। বুধবার (২৭ জুলাই) দুপুরে সেনবাগ থানা পুলিশের একটিদল উপজেলার সেবারহাট বাজার থেকে গ্রেফতার করে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জামায়াত সমর্থিত ইউপি মেম্বার কাজী জহিরুল ইসলাম মাসুদের বিরুদ্ধে সেনবাগ থানার মামলা ২০১৫ সালের গাড়ী ভাংচুরের মামলায় বিশেষ ক্ষমতা আইনের দায়ের করা মামলা নং ১৩ তাং ৩০/১/২০১৫ খৃঃ জিআর নং ১৩৭/১৫, বিঃ ট্রাই - ১৩১/১৫ ধারাঃ ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)/১৬(২)/২৫-খ এর ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তাকে বুধবার বিকালে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হবে। 

সোনালীনিউজ/জেএ/এসআই

Wordbridge School
Link copied!