• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, পুলিশের ওপর হামলা


কুমিল্লা প্রতিনিধি  সেপ্টেম্বর ১৯, ২০২২, ০১:৪৫ পিএম
আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, পুলিশের ওপর হামলা

ফাইল ছবি

কুমিল্লা: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে হামলায় শিকার হয়েছেন কাওসার হামিদ নামে এক পুলিশ পরিদর্শক। রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বাজগড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ পরিদর্শক কাওসার হামিদ কুমিল্লা কোতোয়ালি থানার চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) হিসেবে কর্মরত রয়েছেন।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, রাত ১১টার দিকে বাজগড্ডা বাজার সংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) কায়সার হামিদ। একপর্যায়ে তার ওপর হামলা করা হয়।

এতে তিনি মাথায় গুরুতর জখম পেয়েছেন পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে অপরাধীদের আটক করতে পুলিশ অভিযানে নেমেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

সোনালীনিউজ/এএন/এসআই

Wordbridge School
Link copied!