• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বিষ দিয়ে মাছ নিধন, এ কেমন শত্রুতা? (ভিডিও)


লক্ষ্মীপুর প্রতিনিধি জানুয়ারি ২৮, ২০২৩, ০৫:১১ পিএম

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে একটি জলাশয়ে বিষ প্রয়োগ করে প্রায় ৩ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার টুমচর ইউনিয়নের (৭নং ওয়ার্ড) দক্ষিণ কালিরচর গ্রামের নুরুজ্জামানের জলাশয়ে এ ঘটনা ঘটে। 

বিষ প্রয়োগের ফলে জলাশয়ের মাছ মরে ভেসে উঠেতে দেখেন নুরুজ্জামান। শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে ভুক্তভোগী নুরুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। 

নুরুজ্জামান দক্ষিণ কালিরচর গ্রামের মৃত আনোয়ারুল হকের ছেলে। পেশায় কৃষি কাজের পাশাপাশি ৩টি জলাশয়ে মাছ চাষ করেন। 

ক্ষতিগ্রস্থ নুরুজ্জামান জানান, কৃষিকাজের পাশাপাশি ৩টি জলাশয়ে মাছ চাষ করেন। বর্তমানে ২টি জলাশয়ের মাছ এনে একটিতে রাখা হয়েছে। গতরাতে প্রতিহিংসা করে, যে কেউ বিষ প্রয়োগ করে তার জলাশয়ের মাছগুলো মেরে ফেলছে। এতে তার প্রায় ৩ লাখ টাকার মাছ বিনষ্ট হয়। প্রশাসনের কাছে সুষ্ঠ বিচারের দাবি করেন তিনি। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, এবিষয়ে কেউ পুলিশকে জানায়নি। ক্ষতিগ্রস্ত ব্যক্তি লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!