• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

পালিয়ে আসা মিয়ানমারের ৩৩০ বিজিপি সদস্যকে হস্তান্তর বৃহস্পতিবার 


কক্সবাজার প্রতিনিধি ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০১:৩৬ পিএম
পালিয়ে আসা মিয়ানমারের ৩৩০ বিজিপি সদস্যকে হস্তান্তর বৃহস্পতিবার 

ফাইল ছবি

কক্সবাজার: মিয়ানমারের চলমান যুদ্ধে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া বিজিপির ৩৩০ সদস্যকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হচ্ছে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে। কক্সবাজারের উখিয়ার ইনানীস্থ বঙ্গোপসাগরের উপকুলের নৌবাহিনীর জেটি ঘাট এলাকা দিয়ে এসে মিয়ানমারে হস্তান্তর করা হবে।

বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক ক্ষুদে বার্তা বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তিনি বিস্তারিত কিছুই বলেননি।

বিজিবি সহ একাধিক সূত্র বলছে, মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধের প্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারি থেকে কয়েক দিনের এই ৩৩০ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। যেখানে বিজিবির অধিনের আহতদেরও চিকিৎসা প্রদান করা হয়। উভয় দেশের আলোচনার প্রেক্ষিতে মিয়ানমারের নৌ বাহিনীর একটি জাহাজ বাংলাদেশের সীমানায় আসবে। জাহাজটি গভীর সাগরে অবস্থান করবে। আশ্রয়রত ৩৩০ জনকে পৃথক নৌ যানে ওই জাহাজে নিয়ে গিয়ে এদের হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার সকালে ৮ টায় এ প্রক্রিয়া শুরু হবে।

সোনালীনিউজ/এম/এসআই

Wordbridge School
Link copied!