• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

পাথরঘাটায় ৫ পরীক্ষার্থী বহিষ্কার ও ২ শিক্ষককে অব্যাহতি


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৭:৩৬ পিএম
পাথরঘাটায় ৫ পরীক্ষার্থী বহিষ্কার ও ২ শিক্ষককে অব্যাহতি

পাথরঘাটা: বরগুনার পাথরঘাটায় কেএম সরকারি মাধ্যমিক বিদ্যালয় এসএসসি (ভোকেশনাল) ৫ জন পরীক্ষার্থীকে অসৎ উপায় অবলম্বন করার দায়ে বহিষ্কার ও দায়িত্ব অবহেলার কারণে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান এই শাস্তি দেন।

বহিষ্কৃত পরীক্ষার্থী হলেন- কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের জাহিদুল ইসলাম, ইয়াসিন আরাফাত, রেজবুল মাহমুদ ও বারি আজাদ মাধ্যমিক বিদ্যালয়ের ,মোসাম্মৎ শামসুন্নাহার ও জান্নাতি।এছাড়াও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বেল্লাল ও রিপন সমাদ্দার নামে দুজন শিক্ষককে, তারা দুজনেই কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। 

এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান বলেন, অসধুপায় অবলম্বন করায় ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।এছাড়া ২ কক্ষ পরিদর্শককেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এমএস

Wordbridge School
Link copied!