• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে বালু ফেলে সরকারি খাল দখলের অভিযোগ


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০৪:৫৬ পিএম
সোনারগাঁয়ে বালু ফেলে সরকারি খাল দখলের অভিযোগ

ছবি প্রতিনিধি

সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি খালে বালু ভরাট করে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বালু ব্যবসায়ীর বিরুদ্ধে। পাঁচদিন ধরে প্রকাশ্যে বালু ভরাট করলেও প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় লোকজন।

সরেজমিনে জানা গেছে, সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ছনপাড়া এলাকায় সেতুর পাশে সরকারি খালে পাঁচদিন ধরে মোগরাপাড়া-বারদী সড়কের পাশ ধরে বালু ভরাট করে দখল করছেন স্থানীয় বালু ব্যবসায়ী নুরুজ্জামান ওরফে নুরু মিয়া। স্থানীয়রা তাঁকে বাধা দিলে কাউকে তোয়াক্কা না করে স্থানীয় বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল আমিন সরকারের ছত্রচ্ছায়ায় দেদারসে বালু ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন। খালটিতে বালু ভরাটের ফলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বালু ব্যবসায়ী নুরুজ্জামান খাল ভরাটের কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘স্থানীয় চেয়ারম্যানকে নিয়ে আমি বালু ভরাটের কাজ উদ্বোধন করেছি। কাজ করতে গিয়ে সরকারি খালে বালু পড়েছে। সরকারের প্রয়োজন হলে আমি জায়গা ছেড়ে দেব।’

তবে এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো সাড়া মিলছে না।

বৈদ্যেরবাজার ইউপির চেয়ারম্যান আল আমিন সরকার বলেন, ‘আমার কোনো ছত্রচ্ছায়ায় খাল দখল হচ্ছে না। কোনো অনিয়ম হলে আমি বিষয়টি প্রশাসনকে অবহিত করব।’ 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘কোনোভাবেই সরকারি খাল দখল করতে দেওয়া হবে না। অতি শিগগিরই সেখানে অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ওয়াইএ

Wordbridge School
Link copied!