• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

আমতলীতে পূজা উদযাপন কমিটির সভাপতির ওপর হামলা, আটক ১


বরগুনা প্রতিনিধি  ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০৭:০০ পিএম
আমতলীতে পূজা উদযাপন কমিটির সভাপতির ওপর হামলা, আটক ১

ছবি প্রতীকী

বরগুনা: আমতলী পৌর মেয়র মতিয়ার রহমানের সমর্থন করায় পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক ধীরাজ কুমারের ওপর প্রতিপক্ষ প্রার্থী নাজমুল আহসান নান্নুর সমর্থকের বিরুদ্ধে মারধর ও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শনিবার (১৭ ফেব্রুয়ারি) প্রভাষক ধীরাজ কুমার বিশ্বাস বাদী হয়ে আমতলী থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এজাহারে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম নুর গাজী নয়ন (৩০)। তিনি আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃত আজিজ সেক্রেটারির ছেলে।

মামলার বিবরণে জানা যায় গতকাল ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সোয়া সাতটার সময় আমতলী পৌরসভার ৪ নং ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী নাজমুল আহসানের বাসার সামনে বসে আমতলী পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক ধীরাজ কুমার বিশ্বাসকে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান মেয়র মতিয়ার রহমানের নির্বাচন সমর্থন দেয়া থেকে বিরত থাকতে গালিগালাজ করে নুর গাজী নয়ন সহ অজ্ঞাত ৮ থেকে ৯ জন সন্ত্রাসীরা। এতে ধীরাজ কুমার বিশ্বাস প্রতিবাদ করলে তাকে নুর গাজী নয়নসহ অন্যন্যরা মারধর করে। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে ধীরাজ কুমার বিশ্বাসকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আমতলী তালতলী সার্কেল রুহুল আমিন সোনালীনিউজকে বলেন, আমতলী পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক ধীরাজ কুমার বিশ্বাসের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্তকে আমতলী পুলিশ গ্রেফতার করেছে। পৌরসভা নির্বাচন ২০২৪ উপলক্ষে আমতলীতে পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নির্বাচনে সহিংসতা সৃষ্টিকারী কাউকেই ছাড় দেয়া হবে না।

ওয়াইএ

Wordbridge School
Link copied!