• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

ফরিদপুরে পুলিশে চাকরি দেয়ার কথা বলে প্রতারণা, গ্রেফতার ৩


ফরিদপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০৭:১৬ পিএম
ফরিদপুরে পুলিশে চাকরি দেয়ার কথা বলে প্রতারণা, গ্রেফতার ৩

ছবি প্রতিনিধি

ফরিদপুর: ফরিদপুরে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি দেয়ার কথা বলে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার সময় পুলিশ সুপারের কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।

গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার সুতারকান্দা এলাকার আফতাব মোল্যার ছেলে মিরান মোল্লা (৫৫), একই উপজেলার পুড়াপাড়া এলাকার আজিজুল হক মোল্যার ছেলে আক্কাছ মোল্যা (৪৫) ও পার্শ্ববর্তী সালথা উপজেলার পুরুরা গ্রামের মৃত আব্দুল কাদের মাতুব্বরের ছেলে বিল্লাল মাতুব্বর (৬২)।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোর্শেদ আলম জানান, ফরিদপুরে স্বচ্ছ ও মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য ১৬ ফেব্রুয়ারি পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে আবেদনকারী প্রার্থীরা যাতে কোনো দালাল চক্রের দ্বারা প্রতারণার শিকার না হন এ লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশ, জেলা বিশেষ শাখা ও জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল নজরদারী করে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে সাধনা বিশ্বাস নামে এক মহিলার মেয়ে দীপা রাজবংশীকে চাকরি দেয়ার কথা বলে আট লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারকচক্র। কোতোয়ালী থানায় অভিযোগের পরামর্শ দেয় পুলিশ। পরে লিখিত অভিযোগ দেন সাধনা। অভিযোগের প্রেক্ষিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে প্রতারকচক্রের ওই তিন সদস্যকে গ্রেফতার করে।

ওয়াইএ

Wordbridge School
Link copied!