• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ঈশ্বরদীতে  শহীদ  দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ফেব্রুয়ারি ২১, ২০২৪, ০৩:১২ পিএম
ঈশ্বরদীতে  শহীদ  দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ছবি প্রতিনিধি

ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে যথাযথ মর্যাদার সাথে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শহীদ বেদীতে পুষ্প মাল্য অর্পণ, পতাকা উত্তোলন, প্রভাত ফেরি, আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানো হয়। 

প্রথম প্রহরে খাইরুজ্জামান বাবু বাস টার্মিনালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পাবনা- ৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ, উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম খান, পৌর মেয়র ইসাহক আলী মালিথা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ ও সাধারণ সম্পাদক আব্দু বাতেন প্রমুখ।

ঈশ্বরদী বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. কুয়াশা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ওমর আলী। এছাড়াও ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও  শ্রেণী পেশার মানুষ শহীদ বেদীতে  ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন।

ওয়াইএ

Wordbridge School
Link copied!