• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

রং তুলিতে অমর একুশে


লক্ষ্মীপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ২১, ২০২৪, ০৩:৩৭ পিএম
রং তুলিতে অমর একুশে

ছবি প্রতিনিধি

লক্ষ্মীপুর: রং-তুলির আঁচড়ে অমর একুশে ফেব্রুয়ারিকে ফুটিয়ে তুলছে এ প্রজন্মের কিশোরেরা। অমর একুশে নামক একটি কার্যক্রম পরিচালনা করেছে লক্ষ্মীপুর জেলার চর্চিত সেচ্ছাসেবী সংগঠন ‘কমিট টু চেঞ্জ’। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে রায়পুর উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার এ কার্যক্রম চালায় সংগঠনটি।

কমিট টু চেঞ্জের রায়পুর উপজেলার আয়োজনে 'রং তুলিতে অমর একুশে' ইভেন্টটির লিডার হিসেবে ছিলেন- উপজেলা বোর্ডের জেনারেল সেক্রেটারি শাওন ইসলাম অনি,কো-লিডার ইসরাত জাহান মেঘলা ও মেঘলা দাস।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলার প্রেসিডেন্ট জিহাদ হোসাইন, অর্গানাইজিং সেক্রেটারি সাকিবুন নাহার জয়া, সোশ্যাল ওয়ালফার সেক্রেটারি খাদিজা আক্তার প্রমি ও এক্সিকিউটিভ সহ প্রায় ২০জন ভলান্টিয়ার এই ইভেন্টে অংশ নেয়।

সংগঠনটির জেলার সাধারণ সম্পাদক নুরউদ্দিন জাবেদ সোনালীনিউজকে বলেন, একুশের ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই দিনটি আমাদের গর্ব, আমাদের অহংকার। ভাষা আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। ভাষার মাধ্যমেই আমরা প্রকাশ করি আমাদের ভাবনা, আমাদের অনুভূতি। ভাষার প্রতি আবেগ ভালোবাসার জায়গা থেকেই আমাদের এই উদ্যোগ।

ওয়াইএ

Wordbridge School
Link copied!