• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ভুল খতনার শাস্তি সেন্ট মার্টিনে বদলি


নোয়াখালী প্রতিনিধি ফেব্রুয়ারি ২২, ২০২৪, ০৩:২২ পিএম
ভুল খতনার শাস্তি সেন্ট মার্টিনে বদলি

নোয়াখালী : এক শিশুকে খতনা করানোর সময় অতিরিক্ত রক্তক্ষরণের ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসককে বদলির আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কক্সবাজারের সেন্ট মার্টিনে বদলি করা হয়েছে।

সিভিল সার্জন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল একটি শিশুকে সুন্নতে খতনা করানোর সময় অতিরিক্ত রক্তক্ষরণের ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে আজ সকালে জেলা সিভিল সার্জন অফিসের একটি দল ঘটনাস্থলে যায়।

ঘটনার সত্যতা পেয়ে সংশ্লিষ্ট চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমার দেকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের নির্দেশে কক্সবাজারের সেন্ট মার্টিনে বদলির আদেশ দেওয়া হয়।

এদিকে অসুস্থ শিশুটি এখন ভালো আছে বলে জানিয়েছে তার বাবা আলমগীর হোসেন বাদল।

এমটিআই

Wordbridge School
Link copied!