• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখল বরিশালের ২০ গ্রামের বাসিন্দারা


বরিশাল প্রতিনিধি মার্চ ১১, ২০২৪, ০৮:৩৮ পিএম
সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখল বরিশালের ২০ গ্রামের বাসিন্দারা

বরিশাল: সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশাল নগরীসহ জেলার ২০ গ্রামের প্রায় ৩ হাজার পরিবার সোমবার থেকে আগাম রোজা পালন শুরু করেছে। সৌদি আরবে রোববার রমজান মাসের চাঁদের দেখা পাওয়ায় রোজা পালন শুরু হয়। 

এসব এলাকার মুসুল্লিরা রোববার এশার নামাজের পর থেকে তারাবীহ নামাজ আদায় শুরু করেছে। এছাড়াও বরিশাল জেলার বাবুগঞ্জ, হিজলা, মেহেন্দিগঞ্জ ও মুলাদীসহ বেশ কয়েকটি এলাকায় আগাম রোজা শুরু হয়েছে।

তথ্যমতে, চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার এলাহাবাদ দরবার শরিফের অনুসারীরা অতীতের মত এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম রোজা শুরু করেছে। এমনিভাবে আগাম ঈদ উদযাপনও করবে তারা।

বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের টিয়াখালির বাসিন্দা নাসির চৌধুরী জানান, সৌদির আরবের সঙ্গে মিল রেখে আগাম রোজা শুরু করেছি। এমনিভাবেই আমরা আগাম ঈদও উদযাপন করবো।

এমএস

Wordbridge School
Link copied!