• ঢাকা
  • রবিবার, ০২ জুন, ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১

এসিল্যান্ডের গাড়ির চাপায় টাইলস ব্যবসায়ী নিহত


সোনারগাঁ প্রতিনিধি মার্চ ৩১, ২০২৪, ০৮:৪৮ পিএম
এসিল্যান্ডের গাড়ির চাপায় টাইলস ব্যবসায়ী নিহত

সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দ্রুত গতির গাড়ির চাপায় ওয়াহিদ হোসেন দিলীপ (৪৫) নামের এক টাইলস ব্যবসায়ী নিহত হয়েছেন। গাড়িটি ‘এসিল্যান্ড’ এর বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গাড়িতে ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত’ লেখা ছিল।

রোববার (৩১ মার্চ) বিকেলে সোনারগাঁয়ের আমিনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াহিদ হোসেন দিলীপ সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামের মসলেউদ্দিনের ছেলে। মরদেহ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

আহত দিলীপকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয় কয়েকজন সাংবাদিকের অভযোগ, এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ডা. মোশারফ হোসেন সিজান তাদের ওপর চড়াও হন এবং কক্ষ থেকে বের করে দেন। একপর্যায়ে সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএস

Wordbridge School
Link copied!