• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৫০


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এপ্রিল ১৮, ২০২৪, ০৭:৩২ পিএম
আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৫০

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এই সংঘর্ষে উভয়পক্ষের নারী, পুরুষ ও পুলিশসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। 

জানা গেছে, গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় কাঞ্চন গ্রুপ ও জিয়াউল আমিন গ্রুপের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে সকালে কাঞ্চন গ্রুপের মান্নান মিয়ার সঙ্গে জিয়াউল আমিন গ্রুপের রশিদ মিয়ার ধান শুকানোর খলা দখল নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় ৫ পুলিশসহ উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। এদের পাশের উপজেলা ভৈরবসহ আশেপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
 
সরাইল থানার ওসি এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ কাদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

এমএস

Wordbridge School
Link copied!