• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সাঁতার শিখতে পদ্মায় নেমে প্রাণ গেল দুজনের


রাজশাহী ব্যুরো এপ্রিল ২১, ২০২৪, ০৬:১৬ পিএম
সাঁতার শিখতে পদ্মায় নেমে প্রাণ গেল দুজনের

রাজশাহী: রাজশাহীর পদ্মা নদীতে সাঁতার শিখতে নেমে পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। রবিবার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে পবা উপজেলার হারুপুর আই বাঁধ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসকর্মীরা দুপুর ৩টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে।

নিহতরা হলেন- রাজশাহী নগরীর সায়েরগাছা এলাকার শাহিন হোসেনের ছেলে মনির হোসেন (২০) ও একই এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি হোসেন (১৬)। বাপ্পি রাজশাহী কোর্ট একাডেমি স্কুলের এসএসসি পরীক্ষার্থী এবং মনির পেশায় থাই মিস্ত্রি।

স্থানীয়রা জানান, তারা দুজন পদ্মা নদীতে সাঁতার শিখতে নেমেছিল। এ সময় নদীতে স্রোতও তেমন ছিল না। বাপ্পিকে সাঁতার শেখানোর জন্য মনির নদীতে নামে। সাঁতারের একপর্যায়ে তারা নদীতে তলিয়ে যান। পরে বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে অভিযান চালিয়ে প্রথমে বাপ্পি ও পরে মনিরের মরদেহ উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ দুটি তাদের বাড়িতে পৌঁছে দেয়।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবু সামা বলেন, মরদেহ উদ্ধারের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএস

Wordbridge School
Link copied!