যশোর: যশোরে গৃহবধূ খাদিজা খাতুন ওরফে মিতু কর্মকারের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ আছে।
বুধবার (২৪ এপ্রিল) দেয়াড়া ইউনিয়নের মঠবাড়িয়ার বুকভরা বাওড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওই নারীকে তার সাবেক স্বামী তন্ময় ভদ্র ওরফে নিলয় শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ আছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা ডিবি পুলিশ ঘটনার সঙ্গে জড়িত তন্ময় ভদ্র ওরফে নিলয়কে আটক করেছে।
তন্ময় সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দামুদর হেলাতলা গ্রামের বাসিন্দা। নিহত খাদিজা খাতুন ওরফে মিতু সাতক্ষীরা জেলার তালা উপজেলার ধানদিয়া চৌরাস্তা মোড়ের আজগার আলীর মেয়ে।
বুধবার জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি বলেন, তন্ময় মঙ্গলবার রাতে মিতুকে মোবাইল ফোনে বুকভরা বাওড়ে আসতে বলেন। এরপর রাতেই শ্বাসরোধ করে মিতুকে হত্যা করেন। খবর পেয়ে জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে তন্ময়কে আটক করেছে।
কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক তদন্ত একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএস
আপনার মতামত লিখুন :