• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

মা‌য়ের সাথে গোসল করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু 


চুয়াডাঙ্গা প্রতিনিধি  এপ্রিল ২৪, ২০২৪, ০৮:৪৮ পিএম
মা‌য়ের সাথে গোসল করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু 

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার দর্শনা থানা সদ‌রে মাথাভাঙ্গা নদীতে মায়ের সাথে গোসল করতে গিয়ে রিয়া মনি (০৫) নামের এক শিশু ডুবে মারা গেছে। 

বুধবার (২৪ এপ্রিল) বেলা ৩টার দিকে দর্শনা জয়নগর গ্রামে মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকাল ৩টার দি‌কে দর্শনা জয়নগর গ্রামের কেচমত আলীর কন্যা শিশু রিয়ামনি মায়ের সাথে নদীতে গোসল করতে যাবে বলে বায়না ধরে। পরে তার মা জয়নগর গ্রামস্থ মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নিয়ে যায়। গোসল করার সময় মায়ের অসাবধানতাবশত শিশু রিয়া পানিতে ডুবে যায়। পরে মা পানির নিচে ডুবে যাওয়া শিশু কন্যাকে খুঁজতে থাকে। এসময় মায়ের চিৎকার চেচামেচি শুনে আশপাশের লোকজন এসে বেশ কিছু সময় খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শিশু রিয়ার মৃত্যু হয়।

দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। 

এমএস

Wordbridge School
Link copied!