• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ভোলায় পুলিশ সুপারের জাল স্বাক্ষরের অভিযোগে গ্রেপ্তার ৩


ভোলা প্রতিনিধি মে ২৫, ২০১৮, ০৭:৪৫ পিএম
ভোলায় পুলিশ সুপারের জাল স্বাক্ষরের অভিযোগে গ্রেপ্তার ৩

ভোলা : ভোলায় পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ সুপারের জাল স্বাক্ষর করার অভিযোগে ৩ জনকে আটক করেছে ভোলা জেলা ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২৪ মে) রাতে সাড়ে ১২টার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জাল কিনা তা জানতে নুরুল ইসলাম নামের এক ব্যক্তি পুলিশের কাছে আছে।

পুলিশ সুপারের জাল স্বাক্ষর বুঝতে পেরে নুরুল আমিনের থেকে প্রাপ্ত তথ্য অনুয়ায়ী ডিবির ওসি মো. শহিদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালায়।

তারা অভিযান চালিয়ে ওই জালিয়াতি চক্রের মূল হোতা রুহুল আমিনসহ (২৮) নাজিম (২৫) ও শাহিন (২৫) কে আটক করে।

তাদেরকে ভোলা ডিবি কার্যালয়ে নিয়ে আসে। এরপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। আটকের মধ্যে সোনালী ব্যাংক ভোলা শাখার এটিএম বুথের সিকিউরিটি গার্ডও রয়েছে। যে কারণে ওই বুথের নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে পুলিশের কাছে।

এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃস্টি হয়েছে। এ খবরে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তাদের দাবি এভাবে যারা সমাজের ক্ষতি করছে তাদের সকলেরই আইনের আওতায় আনা হোক।

এ ব্যাপারে ডিবি (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে জাল জালিয়াতি মামলায় মামলা করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!