• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

জামিন পেলেও যে কারণে মুক্তি মিলছে না নাসির-অমির 


আদলত প্রতিবেদক জুন ২৯, ২০২১, ০৬:০১ পিএম
জামিন পেলেও যে কারণে মুক্তি মিলছে না নাসির-অমির 

ফাইল ফটো

ঢাকা: চিত্রনায়িকা পরীমনির দায়ের করা মামলার আসামী ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি জামিনে মুক্ত পেয়েছেন। আসামীপক্ষের আইনজীবীদের আবেদনের ভিত্তিতে জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে পাঁচ দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। 

সুষ্ঠু তদন্তের প্রয়োজনে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামাল হোসেন। অপরদিকে জামিন চেয়ে আবেদন করেন আসামিদের আইনজীবী। আবেদনের পরিপ্রেক্ষিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদা শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করে আদেশ দেন।

তবে জামিন পেলেও মুক্তি মিলছে না নাসির উদ্দিন এবং অমির। কেননা, কারামুক্ত হতে হলে নাসির উদ্দিনকে মাদক মামলায় এবং অমিকে মাদক, মানবপাচার এবং পাসপোর্ট আইনের মামলা থেকেও জামিন পেতে হবে।

উল্লেখ্য, বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন তারা। 

সোনালীনিউজ/এএম

Wordbridge School
Link copied!