• ঢাকা
  • শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মিরাকল ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৮, ২০২০, ১২:০৭ পিএম
মিরাকল ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা

ফাইল ছবি

ঢাকা: শেয়ারবাজারের তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সর্বশেষ হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লোকসান সত্বেও ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। 

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩.৬২ টাকা। ২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১.৯৩ টাকায়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ ডিসেম্বর।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!