• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলানোর পথে হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক?


নিজস্ব প্রতিনিধি আগস্ট ১৬, ২০২১, ১১:০১ এএম
শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলানোর পথে হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক?

ফাইল ছবি

ঢাকা: শেয়ারবাজারে ব্যাংক ও তার সহযোগী প্রতিষ্ঠানের বিনিয়োগ বিষয়ে দৈনিকভিত্তিতে প্রতিবেদন দাখিল সংক্রান্ত নির্দেশনা জারি করতে গিয়ে অর্থমন্ত্রণালয়ের একটি নির্দেশনা লংঘন করেছে বাংলাদেশ ব্যাংক। 

অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা ওই নির্দেশনায় বলা হয়েছিল, শেয়ারবাজারে প্রভাব ফেলতে পারে এমন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে আলোচনা করে নিতে হবে। কিন্তু দৈনিকভিত্তিতে ব্যাংকের প্রতিবেদন জমা দেওয়া সংক্রান্ত নির্দেশনা জারির ক্ষেত্রে বিএসইসির সাথে কোনো আলোচনাই করেনি বাংলাদেশ ব্যাংক।

বিষয়টি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির একজন শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমে বলেন, বাংলাদেশ ব্যাংকের আলোচিত নির্দেশনাটি জারির বিষয়ে তাদের সাথে কোনো আলোচনা করা হয়নি।

তিনি কিছুটা হতাশা প্রকাশ করে বলেন, অর্থমন্ত্রণালয়ের নির্দেশনা পরিপালনের জন্যেই শুধু নয়; দেশের শেয়ারবাজার ও মুদ্রাবাজারের স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়নের জন্যেও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে আলোচনা, পরামর্শ ও সমন্বয় প্রয়োজন। দুঃখজনকভাবে কোনো কোনো নিয়ন্ত্রক সংস্থা এ ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না। 

ওই কর্মকর্তা আশা করেন, সবাই বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে সমন্বয় নিশ্চিত করবে এবং শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন সিদ্ধান্ত ও নির্দেশনা পুনর্বিবেচনা করবে।

শুধু এবার নয়, বিএসইসিকে অন্ধকারে রেখে কেন্দ্রীয় ব্যাংক এর আগেও এ ধরনের বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। তাতে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। বাজার অস্থির হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন অসংখ্য নিরীহ বিনিয়োগকারী।

এদিকে শেয়ারবাজারে ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানির বিনিয়োগ সংক্রান্ত তথ্য বাংলাদেশ ব্যাংককে জানানোর নির্দেশে ক্ষুব্ধ এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও কর্মকর্তারা। তাদের বক্তব্য, সহযোগী প্রতিষ্ঠান মানে হচ্ছে সেটি আলাদা একটি সত্ত্বা। শেয়ারবাজারে সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ সংক্রান্ত তথ্য জানানোর প্রয়োজন হলে তারা তা সরাসরি প্যারেন্ট কোম্পানিকে (নিজ নিজ ব্যাংক) জানাবে। বাংলাদেশ ব্যাংক তাদের কাছে সরাসরি তথ্য চাইতে পারে না। 

ব্যাংকগুলো তাদের সহযোগী প্রতিষ্ঠানকে কী পরিমাণ ঋণ দিচ্ছে, সেই তথ্য চাইতে পারে বাংলাদেশ ব্যাংক। কিন্তু সাবসিয়ারি কোম্পানিগুলো প্রতিদিন কী পরিমাণ টাকার শেয়ার কেনা-বেচা করছে, কী কী শেয়ার কিনতে সে তথ্য জানতে চাওয়ার কোনো যৌক্তিকতা নেই। এই ধরনের সংবেদনশীল তথ্য প্রকাশ পেলে কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিনিয়োগে স্বাচ্ছন্দ্যবোধ করবে না। এটি বাজারের স্থিতিশীলতা ও গতিকে ব্যাহত করতে পারে।

উল্লেখ, গত বৃহস্পতিবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংক একটি নির্দেশনা জারি করে, যাতে প্রত্যেক ব্যাংক ও তার সহযোগী প্রতিষ্ঠানকে (Subsidiary Company) কোথায় কী পরিমাণ বিনিয়োগ করছে, দৈনিক ভিত্তিতে সেসব তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠাতে বলা হয়। নির্দেশনা অনুসারে, প্রতিদিন বিকেল ৫টার মধ্যে এসব তথ্য পাঠাতে হবে।

বাংলাদেশ ব্যাংকের দাবি, শেয়ারবাজারসহ অনুৎপাদনশীল খাতে ব্যাংকের বিনিয়োগ তদারকির লক্ষ্যে এই নির্দেশনা জারি করা হয়েছে।

কিন্তু বিষয়টিকে সংশ্লিষ্টরা শেয়ারবাজারে বাংলাদেশ ব্যাংকের অনাকাঙ্খিত হস্তক্ষেপের চেষ্টা বলে মনে করছেন। এতে বাজারে ভুল বার্তা যেতে পারে এবং বাজারে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তাদের আশংকা। এই ধরনের যে কোনো প্রজ্ঞাপন জারির আগে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাথে পূর্ব-আলোচনা করে নেওয়ার নির্দেশনা থাকলেও বাংলাদেশ ব্যাংক এ ক্ষেত্রে অর্থমন্ত্রণালয়ের ওই নির্দেশনা মানেনি।

এর আগে ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি জারি করা অর্থমন্ত্রণালয়ের আলোচিত নির্দেশনায় বলা হয়েছিল, শেয়ারবাজার বা তৎসংশ্লিষ্ট যে কোনো বিষয় সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের যে কোনো প্রজ্ঞাপন বা নীতি জারি করার আগে বিএসইসির সাথে আলোচনা,পরামর্শ ও সমন্বয় করতে হবে। শুধু বাংলাদেশ ব্যাংক নয়, জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট সব সংস্থার ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য।

অর্থমন্ত্রণালয়ের জারি করা ওই প্রজ্ঞাপনের অনুলিপি দেওয়া হয়েছিল, মন্ত্রীপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব, সকল সিনিয়র সচিব, সকল সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসির চেয়ারম্যানকে।

সোনালীনিজ/এমএইচ

Wordbridge School
Link copied!